Drawings and Paintings

মানুষের অস্তিত্বের সংকট, বিপন্নতা, হতাশা, যন্ত্রণা, ভেঙে পরার পাশাপাশি মানুষের উঠে দাঁড়ানো, তাদের প্রতিবাদ, … বিপন্ন মানুষের হাহাকার, আবার বেঁচে থাকার তীব্র ইচ্ছা, সংগ্রাম, আবেগ, উচ্ছাস, ভালোবাসা আমার ছবির বিষয়। আজকের সমাজে সাধারণ মানুষের অস্তিত্ব ও মূল্যবোধের সংকট আমাকে ভাবায়, দগ্ধ করে। আমি প্রতিদিন বেঁচে উঠি হতাশার কবর ফুঁড়ে।
আমার প্রতিবাদের জায়গা আমার ক্যানভাস। আমার রক্ত, আমার ঘাম, আমার উচ্ছাস, আমার অপ্রাপ্তি, আমার হারানো শৈশবের বকুলফুল, আমার সবটুকু চেতনার রঙে রাঙিয়ে আমার সাদা ক্যানভাসে ঢেলে দি।
আমার ছবি, আমার প্রতিবাদ!

In life, there is a constant struggle against human existential crisis, danger, frustration, pain, and the constant feeling of breaking down. The wails of frustration side by side the intense will/struggle to live, emotion, and love are what encompassed my drawings and paintings. Human values and the struggle of those values have been a constant inquiry and endeavor. I wake every day from a grave of frustration. And the canvas is my voice of protest. I pour my blood, my sweat, my feelings, my overwhelm, my futility, my childhood blossoms, and all the rest of me on that piece of white canvas to create what I create..

Pin It on Pinterest