Watercolour on Paper
তুলিতে কতটা জল থাকবে, আর কাগজ কতটা ভিজে থাকবে তার পরিমাণ ঠিক করবে শিল্পী। স্বচ্ছ জলরঙের এটাই শর্ত। অস্বচ্ছ জলরং-এ কাগজ ভেজানোর দরকার পরেনা। অবশ্য এর ব্যতিক্রমও আছে। কিছু ক্ষেত্রে একজন শিল্পী নিজ দক্ষতায় নতুন শৈলী উদ্ভাবনও করেন। জল রং-কে নানা ভাবে ব্যবহার করা যায়। শিল্পী ভেদে জলরং-এর বিচিত্র ব্যবহার শিল্প-প্রেমীদের আনন্দ দেয়।
The artist will decide how much water will be in the brush and how much paper will be wet – this is the characteristic of a quality watercolour. There is no need to soak the paper in opaque watercolour. Of course, there are exceptions. In some cases, an artist also invents new styles with his own skills. Watercolours can be used in many ways. The varied use of watercolours by artists gives pleasure to art lovers.
No results found.