Bronze

ব্রোঞ্জ আমার প্রিয় মাধ্যম। এই মাধ্যমে আমি সবচেয়ে বেশি কাজ করেছি বা বর্তমানেও করে চলেছি। ব্রোঞ্জ একটা ট্র্যাডিশনাল বা ধ্রুপদী মাধ্যম হলেও সমকালীন ভাস্কর্যে এর একটা বিশেষ জায়গা আছে। যা কখনোই অস্বীকার করা যায় না। এর ওজন, রং, দীপ্তি, স্থায়িত্ব, উজ্জ্বল্য, এর এন্টিক ভ্যাল্যু ও এর আবেদন এই মাধ্যমকে চিরকালীন করে দিয়েছে। ব্রোঞ্জ মাধ্যমটি যত পুরোনো, ততই নতুন। ততই আধুনিক। ব্রোঞ্জ তাই কালজয়ী মাধ্যম। আমি ‘লস্ট ওয়াক্স কাস্টিং’- পদ্ধতিতে ব্রোঞ্জ ঢালাই করি। যা আমাকে প্রভূত আনন্দ দেয়।

Bronze is my favourite medium. A vast amount of my works have been and still continue to be in bronze. It’s a traditional and classical medium that cannot be overlooked. Its weight, colour, brilliance, durability, glaze, its antique finish and its application have made the medium everlasting. A medium that is as new as its old, its modern, its timeless. I usually cast my bronze in lost-wax cutting method with immense joy.

Pin It on Pinterest