Outdoor/Environmental

পরিবেশীয় ভাস্কর্য বা পরিবেশগত ভাস্কর্য আধুনিক শিল্পে একটা নতুন দিক বা মাত্রা যোগ করেছে। এক্ষেত্রে ভাস্করকে ভাস্কর্যটির অবস্থান ও পারিপার্শ্বিকের সঙ্গে বিচার করে নিতে হয় তার বিষয়, জায়গা, ফর্ম এবং কন্টেন্ট।…কোনো পূর্ব-ধারণা নিয়ে আমি এগোই না, কিন্তু নিরন্তর পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে নির্বাচন এবং বর্জন করতে করতে এক নতুন স্কাল্পচার রিয়েলিটির দিকে এগোতে থাকি যা চারপাশে ছড়িয়ে থাকা পরিবেশের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ। পরিবেশীয় ভাস্কর্য সাধারণত হয়ে থাকে খোলা আকাশের নিচে এবং যা তার চারপাশের পরিবেশ ও পটভূমির সঙ্গে যুক্ত।

Outdoor sculptures or Environmental sculptures have added a new dimension or dimension to modern art. In this case, the sculptor has to judge the subject, place, form and content of the sculpture by its location and surroundings. Living which is directly compatible with the environment scattered around. Environmental sculpture is usually done under the open sky and is associated with the environment and background around it.

Pin It on Pinterest