মিশ্র মাধ্যমের কাজে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ অনেক বেশি। শিল্পীর কাজ করার স্বাধীনতাও বেশি। ভিন্ন প্রকৃতির একাধিক রং-এর প্রলেপ অথবা আঁচড়ে যে ছবি সৃষ্টি হয়, তার আবেদন অনেক ক্ষেত্রেই বেশি। এই মাধ্যমে একটা ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একজন শিল্পীকে নানা বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। কোথায় থামতে হবে শিল্পীকেই সিদ্ধান্ত নিতে হয়। সেটা কঠিন হলেও শিল্পী সেই মুহূর্তটা উপভোগ করেন। আধুনিক শিল্পের সূচনা লগ্ন থেকে আজও এই মাধ্যম জনপ্রিয়।
There are many opportunities for experimentation in mixed media. The artist also has more freedom to work. In many cases, the application of a picture created by a coating or application of multiple colours of different types is vast. Through this, an artist goes through various experiences from the beginning to the end of the process of creating the work. The artist has to decide where to stop. Although it is difficult, the artist enjoys that moment. This medium has been popular since the beginning of modern art.